গোমস্তাপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি করায় ভ্রাম্যমান আদালতে তিন কসাইকে কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বৃহস্পতিবার অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে তিন কসাইকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদলত।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ  জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রহনপুর স্টেশন বাজার নিমতলায় মকরমপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে কেরামত কসাই (৪০) ,নুনগোলা বাস স্টানের মৃত হেলাল উদ্দিনের ছেলে ফাইজুদ্দিন কসাই (৫০) ও আনারপুর গ্রামের মৃত মোশারফের ছেলে মোনায়েম কসাই (৩৯) তারা রহনপুর পৌর এলাকার উদায়নগর গ্রামের চুটুর একটি অসুস্থ বাচ্চা গরু পাঁচ হাজার টাকায় ক্রয় করে নিয়ে এসে মাংস করে বিক্রয় করছিল।  এ সময় পৌর কাউন্সিলার আশরাফুল ইসলামসহ স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মাংস বিক্রিতে বাধা দেয়। পরে পুলিশ এসে জিজ্ঞাসাবাদে স্বীকার করে গরুটি অসুস্থ ছিল । এ সময় তিন জনকে অসুস্থ গরুর মাংসসহ আটক করা হয়। দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নিজের দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের বিচারক গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম তাদের এক মাস করে  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ০২-০৪-১৫

,