আতাহার এলাকার রাইস মিলের ছাই ও বর্জ্যরে ক্ষতি থেকে বাঁচার দাবিতে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা ও এরশাদনগর এলাকায়  পরিবেশ ও প্রতিবেশের তোয়াক্কা না করেই ক্রমাগত গড়ে উঠা বিশাল আকৃতির অটো রাইস মিলগুলির ছাইসহ অন্যান্য বর্জ্যে এলাকার শত শত একর আবাদী জমি নষ্ট হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেয় শতশত নারী-পুরুষসহ ঐ এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক নাসিউল আলম, স্থানীয় ওয়ার্ড সদস্য আশরাফুল হক মাতু, আতাহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, স্থানীয় নারী-কৃষক কামরুন্নাহার ইতিসহ অন্যরা। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি স্মারকলিপি দেয়া হয় এলাকাবাসীর পক্ষ থেকে। এর আগে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রতিকার চেয়ে অভিযোগ পাঠানো হয়েছে। স্মারকলিপিতে বলা হয়েছে, ঝিলিম ইউনিয়নের আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা ও এরশাদ নগর এলাকায় গড়ে উঠা অন্ত: ১৪টি অটো রাইস মিলের ছাই যত্রতত্র ফেলে রাখায় এসব ছাই ও চিমনির কালো ধোয়া উড়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে জমির উর্বরতা নষ্ট করছে, ফলে জমির ফলন দিন দিন কমে যাচ্ছে। এসব ছাই আমবাগানসহ পুকুরের মাছ চাষেরও ক্ষতি করছে। ছাই এলাকার শিক্ষার পরিবেশও ধ্বংস করছে। রাস্তার দু’ধারে গড়ে উঠা মিলের অনন্য বর্জ্যরে দুর্গন্ধে এলাকাটিতে মানুষের বসবাস করা দুস্কর হয়ে পড়েছে। দিন দিন এই চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা আঞ্চলিক সড়কের দুধারের এলাকায় রাইস মিলের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এলাকার মানুষ এখন রীতিমত আতংকিত। এসব অটোরাইস মিলের বর্জ্যরে ক্ষতিকল প্রভাব থেকে এলাকাবাসীকে বাঁচাতে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৪-১৫