বিশ্ব টিকাদান সপ্তাহ উদ্বোধন

‘শিশুর টিকা গ্রহণের ব্যবধান কমানো’ শীর্ষক জেলা পর্যায়ের অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলায় সকল শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিন্তকরণের লক্ষ্যে বিশ্ব টিকাদান সপ্তাহ-১৫ উদ্বোধন করা হয়। সারা বিশ্বের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও ২৪-৩০ এপ্রিল পালিত হচ্ছে এ কর্মসূচি।
সিভিল সার্জন ডা. মোহাঃ আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় জেলার সকল উপজেলার স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় জেলায় উপজেলা ভিত্তিক শিশুদের চলমান টিকাদানের ব্যবধান কমানো এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন সিভিল কার্যালয়ে চিকিৎসক ডা. জিনাত আরা, ডা. এম এ মাতিন, ডা. সুলতানা পাপিয়া, সদর উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তরিৎ কুমার সাহা, শিবগঞ্জ উপজেলার ডা. আব্দুর রহমান, গোমস্তাপুর উপজেলার ডা. ইন্তেখাবুল আলম, ভোলাহাট উপজেলার ডা. মশিউর রহমান এবং নাচোল উপজেলার ডা. শফিকুল ইসলাম।
এছাড়াও শিশুদের নিয়ে কাজ করা ব্যক্তিবর্গ, ইমাম, গ্রাম্য ডাক্তার ও সাংবাদিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৪-১৫