ভিটামিন এ- প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন ॥ আতংক এড়াতে খাওয়ানো হয়নি কৃমিনাশক ট্যাবলেট

সারাদেশের মত শনিবার চাঁপাইনবাবগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে।  সকালে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। প্রধান অতিথি হিসেবে একটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরিৎ কুমার সাহা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ৫টি উপজেলার ১২৫৯ কেন্দ্র ও প্রায় ১০০ ভ্রাম্যমান টিমের মাধ্যমে প্রায় ২ লক্ষ শিশুকে একযোগে নীল ও লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্যাপসুল খাওয়ানো হয়।
সিভিল সার্জন ডা. আলাউদ্দীন জানান, চাঁপাইনবাবগঞ্জে ইপিআই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম কোন রকম সমস্যা ছাড়াই সফল হয়েছে। তিনি আরো বলেন, এবার আতংক এড়াতে ভিটামিন এ প্লাসের সঙ্গে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৪-১৫