শিশু সিহাবকে বাঁচাতে দরিদ্র পিতার আবেদন
চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তির শিশু সিহাব (৬) কিডনী রোগে আক্রান্ত। আক্রান্ত সিহাবের অসহায় পিতা আবুল বাসার ছেলের কিডনী চিকিৎসার জন্য পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানিয়েছেন।
সিহাবের পিতা বাসার জানান, সিহাব জন্মের এক বছর পরেই কিডনী রোগে আক্রান্ত হয়। তার চিকিৎসা করতে গেল ৫ বছরে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। দরিদ্র পিতা শিশু সিহাবকে বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জ মডার্ন মার্কেটে থাকা তার নিজস্ব দর্জি দোকান বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এষনও শিশু সিহাবের চিকিৎসার জন্য প্রতিবছর মোটা অংকের টাকা ব্যয় হচ্ছে। এবছরের গত ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে সিহাবের। সিহাবকে বাঁচাতে বর্তমানে কয়েক লক্ষ টাকা প্রয়োজন, যা দরিদ্র পিতা দর্জি আবুল বাসারের পক্ষে ব্যয়ভার বহন করা দুস্কর। তাই সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে শিশু সিহাবকে বাঁচাতে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শিশু সিহাবের দরিদ্র পিতা আবুল বাসার।
বর্তমানে শিশু সিহাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু, কিশোর মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী শামীম পারভেজ এর কাছে চিকিৎসা নিচ্ছেন। সমাজের বিত্তবানদের একটু একটুু সহায়তা বাঁচাতে পারে শিশু সিহাবকে।
সাহায্য পাঠানোর জন্য পিতা বাসারের মোবাইল নম্বর- ০১৭২৪-৮৩৯০৭৬ ( এই নম্বরটিতে বিকাশ হিসেব খোলা রয়েছে)।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৪-১৫
সিহাবের পিতা বাসার জানান, সিহাব জন্মের এক বছর পরেই কিডনী রোগে আক্রান্ত হয়। তার চিকিৎসা করতে গেল ৫ বছরে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। দরিদ্র পিতা শিশু সিহাবকে বাঁচাতে চাঁপাইনবাবগঞ্জ মডার্ন মার্কেটে থাকা তার নিজস্ব দর্জি দোকান বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এষনও শিশু সিহাবের চিকিৎসার জন্য প্রতিবছর মোটা অংকের টাকা ব্যয় হচ্ছে। এবছরের গত ৫ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করে নিয়ে আসা হয়েছে সিহাবের। সিহাবকে বাঁচাতে বর্তমানে কয়েক লক্ষ টাকা প্রয়োজন, যা দরিদ্র পিতা দর্জি আবুল বাসারের পক্ষে ব্যয়ভার বহন করা দুস্কর। তাই সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে শিশু সিহাবকে বাঁচাতে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন শিশু সিহাবের দরিদ্র পিতা আবুল বাসার।
বর্তমানে শিশু সিহাব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু, কিশোর মেডিসিন ও কিডনী রোগ বিশেষজ্ঞ ডাঃ কাজী শামীম পারভেজ এর কাছে চিকিৎসা নিচ্ছেন। সমাজের বিত্তবানদের একটু একটুু সহায়তা বাঁচাতে পারে শিশু সিহাবকে।
সাহায্য পাঠানোর জন্য পিতা বাসারের মোবাইল নম্বর- ০১৭২৪-৮৩৯০৭৬ ( এই নম্বরটিতে বিকাশ হিসেব খোলা রয়েছে)।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৯-০৪-১৫