দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে মসজিদপাড় অগ্রণী সংঘের জয়

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০১৪-১৫ এর দ্বিতীয় রাউন্ডের শুক্রবারের খেলায় জয় পেয়েছে মসজিদপাড়া অগ্রণী সংঘ। তারা ৩৬ রানে কাজীপাড়া জাগরণী সংঘ কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে মসজিদপাড়া অগ্রণী সংঘ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সঞ্জয় ৪০, মশিউর ৩৪ রান করে। কাজীপাড়া জাগরণী সংঘ বোলার সোহাগ ৪ ওভার ৪ রানে ২টি, স্বপন ৪ ওভার ২৬ রানে ২টি উইকেট লাভ করে। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কাজীপাড়া জাগরণী সংঘ ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নাজমুল ৩৬, মিজানুর ৯ রান করে। মসজিদপাড়া অগ্রণী সংঘ বোলার মশিউর ৩.৪ ওভার ৯ রানে ৩টি, আমিরুল ৪ ওভারে ১৮ রানে ৩টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ১৭-০৪-১৫