গোমস্তাপুরে ফেন্সিডিলসহ দু’জন আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫২ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক ফারুক হোসেন জানান,  বুধবার রাত ১০ টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের নুনগোলা বাসস্ট্যান্ড এলাকায় ১টি মাহেন্দ্রা থ্রি হুইলার গাড়ীতে তল্লাশি চালিয়ে ৫২ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত নম্বর বিহীন মাহেন্দ্রা গাড়ীটি আ্টক করা হয়। আটককৃতরা হলো রাজশাহী রাজপাড়া থানার কাঠালবাড়ী বাগানপাড়ার সাজাহান আলীর ছেলে শামীম (২৬) ও একই থানার কাশিয়াডাঙ্গার বুলবুলের ছেলে বাপ্পী (২০)। আটককৃতরা ভোলাহাট সীমান্ত থেকে ফেন্সিডিল নিয়ে রাজশাহীর উদ্দ্যেশ্যে যাওয়ার সময় পুলিশের নিকট ধরা পড়ে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা, গোমস্তাপুর/ ১৬-০৪-১৫

,