বাংলাদেশে ঢোকা দু’ ভারতীয় গরু চোরাকারবারীকে আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে দুটি ভারতীয় গরুসহ দু’ ভারতীয় গরু চোরাচালানীকে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জাফর শেখ মো. বজলুল হক পি.এস.সি জানান, শুক্রবার ভোররাতে ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল হাবিলদার আব্দুল মোমিন এর নেতৃত্বে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩/২-এস হতে ৩০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ভারতীয় গরু চোরাকারবারী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মুর্শিদাবাদ জেলার অওরঙ্গবাদ থানার হাছানপুর গ্রামের লুৎফর হকের ছেলে আলাউদ্দিন শেখ (২৮) এবং একই এলাকার মুছা শেখের ছেলে রুবেল শেখ (২৯) কে ২ টি ভারতীয় গরুসহ আটক করে। আটককৃত চোরাচালানীদেরকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৪-১৫