ভোলাহাটে সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে সৎ মায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ পাওয়া গেছে।
সরজমিন গিয়ে জানা গেছে, শিকারী গ্রামের আব্দুর রহমানের ছেলে ২য় শ্রেনির ছাত্র আনোয়ার হোসেন (১৩)কে তার সৎ মা মোস্তারি বেগম শুক্রবার দিবাগত রাত অনুমান ২টার দিকে শিশুটির সোয়ার ঘরে হত্যা করে সিলিং ফ্যানের লোহার আঁকুড়িতে বৈদ্যুতিক তারে প্যাঁচিয়ে ঝুলিয়ে রাখে। মোস্তারি বেগমের সৎ ছেলে সানোয়ার হোসেন (২২) সাংবাদিকদের জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার সময় তার ছোট ভাই শিশু আনোয়ারকে প্রতি দিনের মত এক সাথে ঘুমানোর জন্য ডাকতে গেলে সে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পায়। বারবার চিৎকার দিয়ে ডাকার পরও সে কোন সাড়া না পেয়ে একাই সুয়ে পড়ে। পরে গভীর রাতে গোল মালে তার ঘুম ভেঙ্গে গেলে তার ছোট ভাই এর ঘরের দিকে ছুটে যায়। ঘরের বিছানায় তার ভাইকে দেখতে না পেয়ে ঘরের চারে দিক দেখতেই বৈদ্যুতিক তারে গলা প্যাঁচিয়ে সিলিং ফ্যানে ফাঁশিতে ঝুলে রয়েছে।
সে আরো জানায়, ঘটনার পূর্বের দিন তার ভাই শিশু আনোয়ারকে তার সৎ মা কোন কারণ ছাড়াই বেধড়ক পিটিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে শিশু আনোয়ারকে তার সৎ মা স্বামী আব্দুর রহমানের সহায়তায় হত্যা করেছে বলে এলাকাবাসির দাবী।
উল্লেখ্য হত্যাকান্ড ঘটার পর শিশুর পিতা পলাতক রয়েছে। পুলিশ সরজমিন গিয়ে সুরৎহাল রির্পোট  প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ পরির্দশক (তদন্ত) মোজহারুল ইসলাম জানান। তিনি আরো বলেন, শিশুটির সৎ মাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং একটি মামলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১১-০৪-১৫