প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর জেলা প্রশাসকের সম্মেলন কে জেলার উন্নয়ন এবং করণীয় বিষয় তুলে ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে সোনামসজিদ স্থলবন্দর, দ্বিতীয় মহানন্দা সেতু, যুব উন্নয়ন কমপ্লেক্সসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি উদ্বোধনের অপেয়মান স্থাপনাগুলো দ্রুত উদ্বোধনেরও অনুরোধ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দিন মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যানরাসহ জেলার বিভিন্ন সরকারি অফিস প্রধানরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, নাটোর, ফেনী জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার রাজশাহী বিভাগীয় কমিশনার, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, নাটোর, ফেনী জেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জনিউজ/নিজস্ব
প্রতিবেদক/১৩-০৪-২০১৫