আবারও বিপুল পরিমাণ ভারতীয় জাল রূপী ধরা পড়ল
বৃহস্পতিবার ৬ লাখ ভারতীয় জাল রূপী ধরা পড়ার পর শুক্রবার আবারও ৮ লাখ ভারতীয় জাল রূপী উদ্ধার করেছে বিজিবি। শিবগঞ্জের গোপালপুর ঘাট এলাকা থেকে জাল রূপীগুলো উদ্ধার করা হয়।
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাসুদপুর সীসান্তফাঁড়ির একটি টহল দল হাবিলদার মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোপালপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় জাল রূপীগুলো উদ্ধার করে। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত ভারতীয় জাল রূপী আজ শুক্রবার রাতেই শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারও ছয় লক্ষ ভারতীয় জালরুপী শিবগঞ্জ থেকেই উদ্ধার করেছিল ৯’বিজিবি ব্য্টালিয়নের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৪-১৫
বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আবু জাফর জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মাসুদপুর সীসান্তফাঁড়ির একটি টহল দল হাবিলদার মো. জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার গোপালপুর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় জাল রূপীগুলো উদ্ধার করে। তবে, এ ঘটনায় কেউ আটক হয়নি।
উদ্ধারকৃত ভারতীয় জাল রূপী আজ শুক্রবার রাতেই শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারও ছয় লক্ষ ভারতীয় জালরুপী শিবগঞ্জ থেকেই উদ্ধার করেছিল ৯’বিজিবি ব্য্টালিয়নের সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৪-১৫