বানের পানির মত ঢুকছে ফেন্সিডিল > গেল ১০ দিনে শিবগঞ্জে আটক ৬ হাজার বোতল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে প্রতিদিন বানের পানির মত আসছে ফেন্সিডিল। দেশের বাজারে ফেন্সিডিলের বড় জোগানই আসছে চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জ, ভোলাহাট ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে। আইন প্রয়োগকারী সংস্থার হাতে গেল ১০ দিনে শুধু শিবগঞ্জেই আটক হয়েছে ৬ হাজার ২২ বোতল ফেন্সিডিল। এর মধ্যে সোমবার শিবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ২ হাজার ১৫০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করেছে বিজিবি।
বিজিবি’র সোনামসজিদ বিওপি কমান্ডার সুবেদার শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ২৭ এপ্রিল রাত সাড়ে ৪টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার আম বাগান থেকে ২ হাজার ১শ ৫০ বোতল ফেন্সিডিলসহ এক একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২৫০৮৪) আটক করা হয়। তিনি জানান, ওই ফেন্সিডিলগুলো জেলার বাইরে পাচারের জন্য চোরাকারবারীরা কারে বোঝাই করা হচ্ছিল। বিজিবির টের পেয়ে তারা পালিয়ে যায়।
ঘটনাটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মিল্লাত আলি নিশ্চিত করেন।
এ নিয়ে শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে গত ১০দিনে ৬ হাজার ২২ বোতল ফেন্সিডিল ও ১২কেজি গান পাউডার ও একটি কার আটক করল বিজিবি ও র্যাব।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কামাল সীমান্তে বিজিবির ১ হাজার ৩শ ৪১ বোতল, গত ২৫এপ্রিল র্যাব শিবগঞ্জ বহরমপুর এলাকা থেকে ২ হাজার ৫শ ৮১ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে এবং গত ১৮এপ্রিল চৌকা সীমান্তে বিজিবি ৩কেজি গানপাউডার ও গত ২৩ এপ্রিল ওহেদপুর সীমান্তে বিজিবি ৯ কেজি গান পাউডার উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৪-১৫
বিজিবি’র সোনামসজিদ বিওপি কমান্ডার সুবেদার শামসুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ২৭ এপ্রিল রাত সাড়ে ৪টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার আম বাগান থেকে ২ হাজার ১শ ৫০ বোতল ফেন্সিডিলসহ এক একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ ১২৫০৮৪) আটক করা হয়। তিনি জানান, ওই ফেন্সিডিলগুলো জেলার বাইরে পাচারের জন্য চোরাকারবারীরা কারে বোঝাই করা হচ্ছিল। বিজিবির টের পেয়ে তারা পালিয়ে যায়।
ঘটনাটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মিল্লাত আলি নিশ্চিত করেন।
এ নিয়ে শিবগঞ্জের বিভিন্ন সীমান্তে গত ১০দিনে ৬ হাজার ২২ বোতল ফেন্সিডিল ও ১২কেজি গান পাউডার ও একটি কার আটক করল বিজিবি ও র্যাব।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল কামাল সীমান্তে বিজিবির ১ হাজার ৩শ ৪১ বোতল, গত ২৫এপ্রিল র্যাব শিবগঞ্জ বহরমপুর এলাকা থেকে ২ হাজার ৫শ ৮১ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে এবং গত ১৮এপ্রিল চৌকা সীমান্তে বিজিবি ৩কেজি গানপাউডার ও গত ২৩ এপ্রিল ওহেদপুর সীমান্তে বিজিবি ৯ কেজি গান পাউডার উদ্ধার করেছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সফিকুল ইসলাম সফিক, নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৭-০৪-১৫