শ্রমিক ইউনিয়নের সাংবাদিক সম্মেলন থেকে ঘোষণা সাইদুরের মুক্তি না হলে সোমবার থেকে কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার সংবাদিক সম্মেলন করেছে ইউনিয়নের নেতৃবৃন্দ।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক। সম্মেলনে অভিযোগ করা হয় বাস ট্রাকসহ বিভিন্ন যানবহনে চালকদের সচেতন করতে শহরের নতুন ট্রাক টার্মিনালে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসনের আয়োজনে বৃহস্পতিাবর যে ফায়ার ফাইটিং মহড়া অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ থেকে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পত্রও দেয়া হয়। সেই অনুষ্ঠানে যোগদিতে গিয়ে ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানকে আটক করে নিয়ে যায় আইন শৃংখলা বাহিনীর সাদা পোষাকের লোকজন। আটকের পর তাকে ‘মিথ্যা’ মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
সাংবাদিক সম্মেলনে এ ঘটনার নিন্দা জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন ট্রাক মালিক গ্রুপের নেতা আমিনুল ইসলাম সেন্টু, সিএন্ডএফ ব্যাবসায়ী আব্দুল মালেক প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে বলা হয়, আগামী ৭২ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহর করে সাইদুর রহমানকে মুক্তি না দেয়া হলে জেলায় সোমাবার থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০৩-১৫