গোলাম মুর্শেদের আত্মার মাগফেরাত কামনায় ক্রীড়া সংস্থায় দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিকেট খেলোয়াড়বৃন্দের ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যায়ামাগারে সাবেক ক্রিকেটার ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মুর্শেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। এসময় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, ইকবাল মনোয়ার খান চান্না, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল ও আজমাল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ জেলা ক্রিকেট খেলোয়াড়বৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২০-০৩-১৫