চেম্বারের উদ্যোগে মরহুম গোলাম মুরশেদ স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে মঙ্গলবার বিকেলে চেম্বার ভবনে চেম্বারের পরিচালক মরহুম গোলাম মুরশেদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, চাউল কল মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ এরফান আলী, সাবেক পৌর কমিশনার মোঃ খাবির উদ্দীন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান মাষ্টার, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও চেম্বার পরিচালক আমিনুল ইসলাম সেন্টু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, ডায়াবেটিক সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাঃ সোলায়মান বিশু, জেলা বাস মালিক সমিতির সভাপতি ও চেম্বার পরিচালক মোঃ লুৎফর রহমান ফিরোজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা, নবাবগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া। স্মরণ সভায় চেম্বার সভাপতি ও এফবিসিসিআই পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, গোলাম মুরশেদ সৎ, নিষ্ঠাবান ও সাদা মনের মানুষ ছিলেন। তিনি ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন। ছাত্র হিসেবে তিনি খুব ভাল ছাত্র এবং ক্রীড়াঙ্গনে খুব ভাল খেলোয়াড় হওয়ায় বিশ্ব বিদ্যালয় অঙ্গনে জনপ্রিয় ব্যাক্তি হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। ব্যবসায়ী হিসেবে তিনি একজন সফল ব্যবসায়ী ও সংগঠক ছিলেন। তাঁর জীবদশায় অসংখ্য ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আর্থিক অনুদান ও শারীরিক শ্রম দিয়েছেন। তিনি আরও বলেন তাঁর মত নিষ্ঠাবান ও সাদা মনের মানুষকে হারিয়ে সমাজ ও নবাবগঞ্জবাসীর অপূরণীয় ক্ষতি হ’ল। আলোচনা শেষে মরহুম গোলাম মুরশেদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মোঃ মাহবুবুর রহমান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-০৩-১৫