রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গাছ কাটতে শিক্ষার্থীদের বাঁধা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের ঐতিহ্যবাহী গগণ শিরীষ গাছ কাটার সময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছে। রবিবার সকালে শ্রমিকেরা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন গাছটি কাটা শুরু করলে তারা বাধা দেয়। এ ঘটনায় গাছ কাটা আপাতত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা বলেন, প্যারিস রোডে ঐতিহ্যবাহী গগন শিরীষ গাছ থাকার কারণে এটি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ও মনোরম রোড। গাছগুলো  বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। ঐতিহ্যবাহী এই গাছ থাকায় শিক্ষার্থীদের বিকেলবেলা ঘোরাফেরা, আড্ডা দেয়া সবই এই প্যারিস রোডকে ঘিরে। গতবার ঝড়ে এই প্যারিস রোডের অনেক গাছ ভেঙ্গে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য অনেকটাই নষ্ট গয়ে গেছে। এরপরেও গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে রাবি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ বাংলাদেশের অন্যতম সৌন্দর্যমন্ডিত মসজিদ। তাই মসজিদের নিরাপত্তার কথা বিবেচনা করে গাছ কাটা হচ্ছে। কারণ গত বছর ঝড়ে মসজিদের উপর গাছ আছড়ে পড়ায় মসজিদের বেশ ক্ষতি হয়েছিল’।
তিনি জানান, সেখানে নতুন করে গাছ লাগানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ২২-০৩-১৫