নাচোলে অনুর্ধ্ব- ১৬ বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে স্কুল-মাদ্রাসা পর্যায়ে অনুর্ধ ১৬ বছর বয়স্ক বালক-বালিকাদের এ্যাথলেটিক্্সও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তর ও চাঁপাইনবাগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নাচোল উপজেলার মাধ্যমিক পর্যায়ে ১টি মাদরাসা ও ১৪টি বিদ্যালয়ের ১শ’ ৫০জন ছাত্র-ছাত্রীর অংশগ্রহনে ১৬টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরুস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় জেলা ক্রীড়া অফিসার আক্তরুজ্জামান রেজা তালুকদার-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাচোল থানার অফিসার ইন-চার্জ তরিকুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইকবাল মনোয়ার খান চান্না, ওসি তদন্ত ফাছির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক শাজাহান সিরাজ, আব্দুস সালাম ও আতাউর রহমান, সহকারি শিক্ষক সুফল চন্দ্র, রফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক রোকেয়া বেগম, আব্দুল হক, মনিরুল ইসলাম ও আলাউদ্দিন। সার্বিক তত্ত্বাবধান করেন আনিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন, নাচোল উপজেলা স্কুলের সহকারি শিক্ষক মজিদুল ইসলাম।

চাঁপাইনবাগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০৩-১৫