ভোলাহাটে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তিন শিক্ষা প্রতিষ্ঠান দলদলী উচ্চ বিদ্যালয়, দলদলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রকৌশলী আমিনুল হক, সাধারণ সম্পাদক ডা. আশরাফুল হক চুনু, দলদলী ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুল, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান লালু, ভোলাহাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান, পীরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সৈয়দ শরীফুল ইসলাম, দলদলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফতাব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলদলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিসুর রহমান।
অনুষ্ঠানে তিন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটদের বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন, ক্রীড়া প্রতিযোাগিতার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাতে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্ণাঢ্য এই আয়োজনে এলাকার শত শত মানুষ অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-০৩-১৫

,