পদ্মায় নৌকা ডুবি’র ঘটনায় দু’শিশুসহ চার জনের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুরে পদ্মা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকালে চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে। নিহতরা হচ্ছে, শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের ঠুটাপাড়া গ্রামের নাসির উদ্দীনের ছেলে রিসাত (৮), রানীনগরের আসাদ আলীর মেয়ে সুমি আক্তার (১৭),  ডাইস্যাপাড়ার আজিরুল হকের মেয়ে আজিরুন খাতুন (১০) ও দুর্লভপুর ইউনিয়নের দোগাছি গ্রামের এসাহাক আলীর ছেলে জোনাব আলী (৫৫)।
পাকা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু আহম্মেদ নাজমুল কবির মুক্তা জানান, সোমাবার বিকেলে পদ্মা নদীর পাকা ঘাট থেকে একটি নৌকা ১৫/২০ জন যাত্রী ও ১১টি গরু নিয়ে মনাকষা ইউনিয়নের মনোহরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। সন্ধ্যায় নৌকাটি মনোহরপুরের ডাড়াকাটা নামক স্থানে আসলে ঝড়ের কবলে পড়ে এবং ডুবে যায়। (বিস্তারিত পরে)


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ৩১-০৩-১৫