মূলা বটে!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের কাদিকোলা গ্রামের কৃষক শুকুর আলীর জমিতে ১২ কেজি ওজনের এই মূলাটি পাওয়া গেছে। সাইফুদ্দিনের ছেলে শুকুর তার নানার জমিতে রোপন করা রসুনের ফাঁকে ফাঁকে ৭টি মূলার বীজ রোপন করেন। সেই থেকে হয় ১২ কেজি ওজনের এই মূলাটি...