ভোলাহাটে প্রতিবন্ধি একাডেমির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ভোলাহাটে এফআরএস লিটল এ্যাঞ্জেল ও প্রতিবন্ধি একাডেমির বার্ষিক বনভোজন রোববার নিজ প্রতিষ্ঠান মেডিকেল মোড়ে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি ২০০৯ সালে স্থাপিত হয়। প্রথমে কেজি স্কুল হিসেবে পরিচালিত হয়ে আসলেও প্রতিবন্ধিদের শিক্ষিত করার বিষয়টি মাথায় নিয়ে ২০১২ সালে চালু হয় প্রতিবন্ধি একাডেমি। প্রতিবন্ধি একাডেমির অধ্যক্ষ দিলারা খাতুন স্থানীয়দের সহযোগিতায় শারীরিক, মানুষিক, শ্রোবণ, দৃষ্টি, বাক প্রতিবন্ধিদের নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন।
একাডেমির অধ্যক্ষ জানান,  বর্তমানে প্রতিবন্ধি একাডেমিতে বিভিন্ন শ্রেণীর মোট ৫০ জন প্রতিবন্ধি ছাত্র/ছাত্রী করয়েছে।
প্রতিবন্ধি শিশুদের নিয়ে আযোজিত বনভোজনে উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০১-০৩-১৫

,