ভোলাহাটে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন ॥ নায্যমূল্য পাচ্ছে না কৃষক

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। তবে হরতাল-অবরোধে কারণে নায্যমূল্য পাচ্ছে না কৃষক।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মিষ্টি কুমড়ার চাষ হয়েছে ৩০ একর জমিতে এর উৎপাদন লক্ষ্যমাত্র ধরা হয়েছে ২শত ১৮ মে:টন।  সুত্র জানায়, ভোলাহাট উপজেলা মিষ্টি কুমড়া উৎপাদনে মাটি আবহাওয়া উপযোগি হওয়ায় বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বিলভাতিয়ায় মিষ্টি কুমড়া চাষ করে বেশ লাভবান হয়েছেন বজরাটেক কালিতলা গ্রামের তায়েশ সরদারের ছেলে কৃষক আনোয়ার। তিনি এক বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছেন। ফলন হয়েছে বাম্পার। তবে দূষেছেন হরতাল-অবরোধের নিষ্ঠুরতায় উপজেলার বাইরে মিষ্টি কুমড়া সরবরাহ করতে না পারায় নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। একই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে তৈয়মুর রহমান জানান, তিনি দেড় বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করে অধিক ফলন পেয়েছেন যা তিনি আশা করেননি। তবে তিনিও হরতাল-অবরোধকে দায়ী করেছেন নায্য মূল্য না পাওয়ায়। মিষ্টি কুমড়া চাষিরা সরকারের সব ধরনের সহায়তা পেলে ভোলাহাট উপজেলায় মিষ্টি কুমড়া অল্প খরচে অধিক ফলন পাওয়ায় অন্যান্য জমিতেও মিষ্টি কুমড়ার চাষে অন্যরাও এগিয়ে আসবে বলে অনেকেই জানিয়েছেন। এর ফলে এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব হবে বলে চাষিরা জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ০৯-০৩-১৫