সীমান্তে কড়া নজরদারির ঘোষণা ॥ দু’ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে চোরাচালান বিরোধী অবিযান চালিয়ে আটক করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য বুধবার ধ্বংস করা হয়েছে।
সকালে বিজিবি’র ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ব্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির রাজশাহহী সেক্টর কমান্ডার কর্ণেল কেএম ফেরদাউসুল শাহাব। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে গত দেড় মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে আটক ৩০ হাজার বোতল ফেন্সিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ, ৩০ লিটার দেশী মদ, ১২ পিস ইয়াবা, ৩২ ক্যান বিয়ার, ৬৪০ গ্রাম হেরোইন, ১৮ হাজার বিভিন্ন প্রকার নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ৩৩ কেজি গান পাওডার, সাড়ে ৫ হাজার গরুর ঔষধ, ৬০ প্যাকেট ফরমালিন, ৫ বোতল কালটার বিষ ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কে এম ফেরদাউসুল শাহাব বলেন, সীমান্ত দিয়ে আসা মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে তাদের ভবিষ্যত। মাদক পাচার প্রতিরোধে সীমান্তে আরো কড়া নজরদারি করবে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৩-১৫
সকালে বিজিবি’র ৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মাদকদ্রব্য ব্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির রাজশাহহী সেক্টর কমান্ডার কর্ণেল কেএম ফেরদাউসুল শাহাব। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, ৯ ব্যাটালিয়নের অধিনায়ক আবু জাফর সেখ মোহাম্মদ বজলুল হক, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে গত দেড় মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে আটক ৩০ হাজার বোতল ফেন্সিডিল, ১ হাজার বোতল বিদেশী মদ, ৩০ লিটার দেশী মদ, ১২ পিস ইয়াবা, ৩২ ক্যান বিয়ার, ৬৪০ গ্রাম হেরোইন, ১৮ হাজার বিভিন্ন প্রকার নেশাজাতীয় ইঞ্জেকশনসহ ৩৩ কেজি গান পাওডার, সাড়ে ৫ হাজার গরুর ঔষধ, ৬০ প্যাকেট ফরমালিন, ৫ বোতল কালটার বিষ ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকের মূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কে এম ফেরদাউসুল শাহাব বলেন, সীমান্ত দিয়ে আসা মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নষ্ট করে দিচ্ছে তাদের ভবিষ্যত। মাদক পাচার প্রতিরোধে সীমান্তে আরো কড়া নজরদারি করবে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০৩-১৫