নাচোলে সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক সাজাপ্রাপ্ত আসামী ও মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে ।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তোরিকুল ইসলাম জানান, সোমবার বিকেলে নাচোল থানার এস আই গৌতম কুমার গোপন সংবাদের ভিত্তিত্বে  নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খৈলসী থেকে জোহাক আলীর ছেলে নাসির (৩২) কে আটক করে। আটককৃত নাসিরের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক সাজা হওয়ার দীর্ঘদিন থেকে সে পলাতক ছিলো। অপরদিকে নাচোল উপজেলার ঘিওন গ্রাম থেকে আব্দুল খালেকের ছেলে জামে মসজিদের ইমাম আখতারুজ্জামান (৩২) কে গ্রেফতার করে পুলিশ। তাকে  ১৫১ ধারায় জেল হাজতে প্রেরন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৩-০৩-১৫

,