শহীদুল স্মৃতি ক্রিকেট টুনামেন্টে দূরন্ত একাদশের জয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দুপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদুল স্মৃতি সংঘ আয়োজিত শহীদুল স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের শনিবারের প্রথম কোয়ার্টার ফাইনাল খেলায় জয় পেয়েছে বেহারাপাড়া দূরন্ত একাদশ । তারা ৭ রানে আলোর মিছিল ক্রিকেট দল-কে পরাজিত করে । প্রথমে ব্যাট করতে নেমে বেহারাপাড়া দূরন্ত একাদশ ১৩.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেমাজুল ২১, সুমন ১৪ রান করে। আলোর মিছিল ক্রিকেট দল বোলার শহীদুল্লাহ ৩ ওভার ২১ রানে ৩টি, সাদ্দাম ২ ওভার ১১ রানে ২টি উইকেট লাভ করে। ৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলোর মিছিল ক্রিকেট দল ১৩.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে শহীদুল্লাহ ৩২, মিঠুন ২১, রান করে। বেহারাপাড়া দূরন্ত একাদশ বোলার সুমন ৩ ওভার ৩ রানে ৪ টি, নয়ন ৩ ওভারে ১৩ রানে ৩টি উইকেট লাভ করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৩-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ২৮-০৩-১৫

