নাচোলে খড়ের ট্রাকে আবারও আগুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আবারো খড়ের ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে ।
নাচোল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) ফাছিরউদ্দিন জানান, বৃহ¯প্রতিবার বেলা সাড়ে ১১টার সময় নাচোল উপজেলার পীরপুর থেকে খড়ভুর্তি একটি ট্রাক (ঢাকা-ন-৩৬৪৭)পাবনা ঈশ্বরদী মূর্খী  যাবার পথে পীরপুর ফুলতলা নামক স্থানে পৌছিলে বিদ্যুতের তারে লেগে ট্রাকে আগুন ধরে যায়। এতে খড়ের ট্রাকটি সম্পূর্ন পুড়ে যায়। ঘটনার পর পর জেলা ফায়ার সার্ভিস উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়। সম্প্রতি নাচোল উপজেলার নাশিরাবাদ গ্রামেও একই ঘটনা ঘটেছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক. নাচোল/ ১২-০৩-১৫

,