প্রথম কলি’র মোড়ক উন্মোচন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাঃ সাইফুল মতিন ও সৈয়দ শমসের সম্পাদিত সাহিত্য সংকলন প্রথম কলি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার কামাল উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় সাহিত্য পরিষদের সভাপতি মোহিত কুমার দাঁ’র সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট্য নাট্যকার গোলাম রব্বানি তোতা, বিশিষ্ট কবি মৌসুমী রুমা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। এছাড়াও অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন অধ্যাপক সিরাজুল ইসলাম, সাইদুর রহমান, মোস্তাফিজুল হক। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন একরামুল হক ইভান, নওরিন, আরিফা নওশিন, মৌসুমী রুমা, নওশিন নায়লা, মাহফুজুর রহমান শিশির।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ২৮-০২-১৫