ভোলাহাটের বেপরোয়া চালকের পিকআপ চাপায় আহত আরো একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গত বৃহস্পতিবার পিকআপ চালক রবিউল ইসলাম রবু বেপরোয়া ‘আচরণে’ পিকআপ চাপায় আহত আরো একজনের মৃত্যু হয়েছে। এর আগে ঘটনার দিনই নিহত হয়েছিলেন হরিপুর গ্রামের শতব আলী ছেলে ভজন (৬৫)। আর সোমবার মারা গেলেন একই গ্রামের মজিবুরের ছেলে তোহরুল ইসলাম (৩৫)। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি মারা যান।
তহরুলের মৃত্যুতে ভোলাহাটের হরিপুর গ্রামের শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোমস্তাপুর উপজেলার আলমপুর ফিড আপ ম্যাংগ জুস কোম্পানীর পিকআপ ভ্যান ভোলাহাটের মেডিকেল মোড়ে একজনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা পিকআপটি পথরোধ করার চেষ্টা করে। এসময় চালক উল্টোপথে পিকআপ ভ্যানটি নিয়ে বেপরোয়াভাবে আবারও ভোলাহাটের দিকে যাবার পথে ৭ জনকে আহত করে। এর মধ্যে ৪জনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ সংক্রান্ত একটি সংবাদ -চালক বটে! ভোলাহাটের পথ ঘুরেঘুরে পিকআপ চাপায় আহত করলো ৮জনকে ॥ আহতদের একজনের মৃত্যু- শিরোনামে চাঁপাইবাববাগঞ্জ নিউজ ডটকম-এ প্রকাশ হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ২৩-০২-১৫

,