জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা  সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বশির আহম্মদ পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাব আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাকসুদা বেগম সিদ্দিকা, পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, সিভিল সার্জন ডাঃ মোঃ আলাউদ্দিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মমতাজ মহল, জেলা ক্রীড়া অফিসার আক্তারুজ্জামান রেজা তালুকদার, নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, নাচোল পৌর মেয়র মিঠু চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমাসহ অন্যরা। সভায় জেলার বিদ্যুৎ, কৃষি, আইনশৃঙ্খলা বিষয়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বর্তমান পরিস্থিতিতে নাচোলে ফায়ার সার্ভিসের স্টেশন নির্মানের সকল জটিলতা দূর করে দ্রুত বাস্তবায়নের সকল ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব দেয়া হয়। সভায় সৌদি আরবে শ্রমিক পাঠানোর বিষয়ে কোন দালাল চক্র যেন শ্রমিকদের হয়রানী না করতে পারে সে বিষয়েও সতর্ক থাকার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া জেলা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপরাধীরা অপরাধ করার পর চিকিৎসা নিতে আসলে নিয়মানুযায়ী পুলিশ প্রশাসনকে অবহিত করার কথা থাকলেও, তা না করায় সভায় বিষয়টি গুরুত্বে সাথে দেখার জন্যও বলা হয়। বর্তমান পরিস্থিতিতে জেলার সকল অফিসের গুরুত্বপূর্ণ দ্রব্যাদি সংরক্ষন করার জন্য আরও বেশী সতর্ক দৃষ্টি এবং সকল ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এসময় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পরে একই স্থানে জেলা এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০২-১৫