রেলে নাশকতা> ললিতনগরে ইঞ্জিনসহ ৪বগি লাইনচ্যুত> চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ

রাাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল রুটের ললিতনগরে শুক্রবার রাত সাড়ে ১১টায় রহনপুর থেকে ইশ্বরদীগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়েছে । প্রাথমিকভাবে পাওয়া খবরে জানাগেছে, এ রেল দুর্ঘটনায় কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুস্কৃতকারীরা রাজশাহীর গোদাগাড়ির উপজেলার ললিতনগরে আমনুরা-রাজশাহী রেলপথের ফিসপ্লেট খুলে ফেলে। তারা ফিসপ্লেট খুলে ফেলার পর অভিনব কায়দায় খুলে ফেলা অংশ পাতা দিয়ে ঢেকে রাখে। 
রাজশাহীর সাংবাদিকরা রেলের জেনারেল ম্যানেজার (পশ্চিম) খাইরুল ইসলামের বরাত দিয়ে জানান, ফিসপ্লেট কেটে গাছের পাতাদিয়ে ঢেকে রাখায় লাইনচ্যুতির ঘটনাটি ঘটেছে। তিনি জানান, এই দূঘটনার কারনে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরের সাথে রাজশাহীসহ সবরুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ইশ্বরদী থেকে রিলিফ ট্রেন এসে কাজ শুরু করবে বলে জানান তিনি । দূর্ঘটনায় কয়েকজন যাত্রীও আহত হবার খবর পাওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-০২-১৫