ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ফুলকুড়ি একাডেমী চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড চাটার্ড ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৪-১৫ এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ৫ ফেব্র“য়ারী বৈকালে অনুষ্ঠিত খেলায় ফুলকুড়ি ইসলামিক একাডেমী ১০ রানে আলীনগর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমে ব্যাট করতে নেমে ফুলকুড়ি ইসলামিক একাডেমী ৩০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সামির ১৭, আজম ১৩ রান করে। আলীনগর উচ্চ বিদ্যালয়ের  বোলার ফাহাদ ৫ ওভার ১ মেডেন ১৩ রানে ২টি, পারভেজ ৬  ওভার ২০ রানে ২টি উইকেট লাভ করে। ১১৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আলীনগর উচ্চ বিদ্যালয়  ২৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জিহাদ ৫৪, কবীর ১২ রান করে। ফুলকুড়ি ইসলামিক একাডেমীর বোলার শুভ ৬ ওভার ১৭ রানে ৪টি, আপেল ৩ ওভার ২ মেডেন ৬ রানে ২টি  উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার লাভ করে বিজয়ী দলের শুভ। আম্পায়ারের দায়িত্ব পালন করে মাহমুদুর রহমান কোয়েল ও সালাউদ্দীন রিজন। স্কোরার সালাউদ্দীন।

খেলাশেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। এসময় সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ক্রিকেট কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, সহ-সম্পাদক আবু নাসের পলেন, যুগ্ম সম্পাদক ও ক্রিকেট কমিটির আহ্বায়ক আজমাল হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা হক, নির্বাহী সদস্য বাবুল ইসলাম, মশিউর রহমান মিটু, নজরুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ শহিদুল হক সুয়েল, ক্রীড়া প্রতিবেদক/ ০৫-০২-১৫