অবরোধ ও হরতাল চলাকালে সহিংসতার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন (ভিডিওসহ)

অবরোধ ও হরতাল কর্মসুচি চলাকালে মানুষ পুড়িয়ে মারা ও সহিংসতার প্রতিবাদে শনিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করেছে চিকিৎসকরা।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে প্রায় ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন কর্মসুচি। এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. আলাউদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ বিএমএ সভাপতি ডাঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক  ডাঃ গোলাম রাব্বানী। বক্তারা সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবি জানান।মানববন্ধন কর্মসুচিতে চিকিৎসদের পাশাপাশি হাসপাতালের সেবিকা ও কর্মচারীরাও অংশ নেন।

 চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আসাদুল্লাহ, নিজস্ব প্রতিবেদক/ ০৭-০২-১৫