গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী গ্রেফতার
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা পুলিশের একটি দল উপজেলার নয়াদিয়াড়ি দ্বিমুখী হাই স্কুলের পাশের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ির ভেতর থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হামলা, রাষ্ট্রীয় কাজে বাধাসহ নাশকতার ঘটনায় ৫টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আত্মগোপনে ছিল।
গ্রেফতার হওয়া আনোয়ারুল ইসলামের বাড়ি গোমস্তাপুরে। সে নয়াদিয়াড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এদিকে পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার রাতে জেলায় ১০ বিএনপি জামায়াতের নেতাকর্মীসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ আব্দুস সালাম তালুকদার, নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১১-০২-১৫