চৌডালা ইউপি উপ-নির্বান > মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫জন
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার চৌডালা
ইউনিয়ান পরিষদ উপ-নির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ দিনে ৫জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
রিটানিং অফিসার কায়ছার মোহাম্মাদ জানান,
মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান তোহুর আহমেদ,
গোলাম কিবরিয়া,
শাহ আলম, মনিমুল ইসলাম ও আনোয়ার
হোসেন। আগামী ২৬ ফ্রেরুয়ারি
মনোনয়ন পত্র বাছাই এবং প্রত্যাহার ২ মার্চ, ভোট গ্রহন হবে ১৯ মার্চ
। উল্লেখ্য যে গত ৫ জানুয়ারী চেয়ারম্যান খাতুন টুনি মিয়া মারা গেলে এই চেয়ারম্যান
পদটি শূন্য হয়। এই নিয়ে তৃতীয় দফা চৌডালা ইউনিয়ান পরিষদ
নির্বাচন হতে যাচ্ছে। ৬ জুন ২০১১ সালে সাধারন নির্বাচনে
খাইরুল ইসলাম নাটু চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সড়ক দূর্ঘটনায় মারা গেলে চেয়ারম্যান পদটি শূন্য হয়। আবার ১০ জুলাই ২০১৩ সালে উপ-নির্বাচন হলে
খাইরুল ইসলাম নাটুরী মাতা খাতুন টুনি মিয়া চেয়ারম্যান নির্বাচিত হন। খাতুন টুনি মিয়া ৫ জানুয়ারী ২০১৫ মারা গেলে চেয়ারম্যান পদটি আবারও শূন্য হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/নিজস্ব প্রতিবেদক,
আবদুস সালাম তালুকদার/ ২৪-০২-১৫