এই প্রথম যন্ত্রের সাহায্যে চারা রোপন > বাঁচবে খরচ, বাঁচবে সময়
চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা ধীনগর মাঠে কৃষি যন্ত্রের সাহায্যে বোরো ধান রোপন করা হয়েছে।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় যন্ত্রের সাহায্যে ধান রোপন কর্মসুচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, প্রচলিত পদ্ধতিতে আগে সারাদিনে এক বিঘা জমি রোপন করতে ৫ জন শ্রমিকের প্রয়োজন হতো। এখন সেখানে লাগবে মাত্র দু’জন শ্রমিক। এতে করে সময়ের পাশাপাশি আর্থিক সাশ্রয় হবে কৃষকদের। উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই কৃষি যন্ত্র পেয়ে খুশি এলাকার কৃষকরা।
কৃষি কর্মকর্তারা বলছেন, দিন দিন কৃষি শ্রমিকের সংখ্যা কমে আসায় এ প্রযুক্তি কৃষকের অনেক সহয়াক হবে। কৃষকদের খরচ ও সময় কম লাগবে। আর ফলনও পাওয়া যাবে বেশী।
এ বছর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বোরো ধান আবাদ করা হচ্ছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে।
আসাদুল্লাহ/ চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ০২-০২-১৫
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় যন্ত্রের সাহায্যে ধান রোপন কর্মসুচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মঞ্জুরুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা ড. আজিজুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, প্রচলিত পদ্ধতিতে আগে সারাদিনে এক বিঘা জমি রোপন করতে ৫ জন শ্রমিকের প্রয়োজন হতো। এখন সেখানে লাগবে মাত্র দু’জন শ্রমিক। এতে করে সময়ের পাশাপাশি আর্থিক সাশ্রয় হবে কৃষকদের। উৎপাদনও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
নতুন এই কৃষি যন্ত্র পেয়ে খুশি এলাকার কৃষকরা।
কৃষি কর্মকর্তারা বলছেন, দিন দিন কৃষি শ্রমিকের সংখ্যা কমে আসায় এ প্রযুক্তি কৃষকের অনেক সহয়াক হবে। কৃষকদের খরচ ও সময় কম লাগবে। আর ফলনও পাওয়া যাবে বেশী।
এ বছর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বোরো ধান আবাদ করা হচ্ছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে।
আসাদুল্লাহ/ চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ০২-০২-১৫