রাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গঠনের দাবী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দেশের অন্যান্য জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে পুর্ণাঙ্গ জেলা সমিতি থাকলেও নেই চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। তবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমিতির কিছুটা কার্যক্রম চালু আছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমিতি’র ব্যানারে আয়োজিত কর্মকা-গুলোতে চাঁপাইনবাবগঞ্জের সব শিক্ষার্থীর অংশ গ্রহণের সুযোগ হয়না। প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মাঝ থেকে দাবি উঠেছে পুর্ণাঙ্গ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গঠনের।
প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদরের বরজাহান আলী বলেন, ‘আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমিতি থেকে প্রায় ঐতিহ্যবাহী দিনগুলো পালন করে থাকি। এ দিন গুলোতে আমরা জেলার সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আহবান জানালেও জেলা সমিতি নেই বলে তারা সেভাবে অংশগ্রহণ করেনা’।
পুর্ণাঙ্গ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন বছর আগে বড় ভাইয়েরা এ উদ্যোগ হাতে নিলে রাজনৈতিক হিংসা-বিদ্বেষের কারণে সফল করতে পারেনি’। পরিস্থিতির কারণে এখনো তা সম্ভব হয়ে উঠবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
গোমস্তাপুর উপজেলার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জেলা সমিতি দেশের ঐতিহ্যবাহী দিনগুলো পালন করলেও আমাদের জেলা সমিতি না থাকায় আমরা তা পালন করতে পারি না। তাছাড়া একই জেলার শিক্ষার্থী হয়েও আমরা একে অপরকে চিনি না’।
একই উপজেলার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় অন্যান্য জেলা সমিতি তাদের ভর্তিচ্ছুদের সাহায্য করলেও আমরা কোন সাহায্য পাইনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা চাঁপাইনবাবগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের দাবি রাজনৈতিক সকল হিংসা-বিদ্বেষ দূর করে জেলার সকল শিক্ষার্র্র্র্র্থীদের স্বার্থে একটি অরাজনৈতিক জেলা সমিতি গঠন করা হউক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ২৬-০২-১৫
প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী চাঁপাইনবাবগঞ্জ সদরের বরজাহান আলী বলেন, ‘আমরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমিতি থেকে প্রায় ঐতিহ্যবাহী দিনগুলো পালন করে থাকি। এ দিন গুলোতে আমরা জেলার সকল শিক্ষার্থীকে অংশগ্রহণ করার আহবান জানালেও জেলা সমিতি নেই বলে তারা সেভাবে অংশগ্রহণ করেনা’।
পুর্ণাঙ্গ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন বছর আগে বড় ভাইয়েরা এ উদ্যোগ হাতে নিলে রাজনৈতিক হিংসা-বিদ্বেষের কারণে সফল করতে পারেনি’। পরিস্থিতির কারণে এখনো তা সম্ভব হয়ে উঠবে কি না তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
গোমস্তাপুর উপজেলার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জেলা সমিতি দেশের ঐতিহ্যবাহী দিনগুলো পালন করলেও আমাদের জেলা সমিতি না থাকায় আমরা তা পালন করতে পারি না। তাছাড়া একই জেলার শিক্ষার্থী হয়েও আমরা একে অপরকে চিনি না’।
একই উপজেলার ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় অন্যান্য জেলা সমিতি তাদের ভর্তিচ্ছুদের সাহায্য করলেও আমরা কোন সাহায্য পাইনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা চাঁপাইনবাবগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের দাবি রাজনৈতিক সকল হিংসা-বিদ্বেষ দূর করে জেলার সকল শিক্ষার্র্র্র্র্থীদের স্বার্থে একটি অরাজনৈতিক জেলা সমিতি গঠন করা হউক।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ রবিউল আওয়াল, প্রতিবেদক, রাবি/ ২৬-০২-১৫