গোলাপ বিক্রির টাকা দেয়া হলো আগুনে দগ্ধ অসহায় মানুষদের

দেশজুড়ে চলমান সংহিসতা ও নাশকতাসহ বিভিন্ন কারণে দেশের বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পুড়ে ভর্তি হচ্ছে অসংখ্য মানুষ। আগুনে শুধু তাদের শরীরই পুড়ে যায় না; সাথে সাথে পুড়ে যায় তাদের পরিবারের ‘সাজানো স্বপ্নও’। বিশেষ করে অসচ্ছল পরিবারের আগুনে দগ্ধদের অবস্থা করুন। তাদের চিকিৎসা খরচ বহন করা কষ্টকর। এমন মানুষদের পাশে দাঁড়িয়েছে মানবতার জন্য কাজ করা সংগঠন ‘স্বপ্ন’। সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া ‘ভালবাসা দিবস’- এ গোলাপ ফুল বিক্রির টাকা রোববার আনুষ্ঠানিকভাবে প্রাদন করা হয়েছে আগুনে দগ্ধ অসহায় মানুষদের মাঝে।
সামাজিক সংগঠন ‘স্বপ্ন’ এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার ১৮টি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ১২০ জনের একটি স্বেচ্ছাসেবক দল ঢাকার টি এস সি, বাংলা একাডেমী, রমনা বটমূল, জিয়া উদ্যান, ধানমন্ডিসহ বিভিন্ন জায়গা এবং রাজশাহী অঞ্চলে ৩০ জনের স্বেচ্ছাসেবকের একটি দল রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পদ্মা গার্ডেনে গোলাপ ফুল বিক্রি করে অর্থ সংগ্রহ করেন। পাশাপাশি অনেকে অর্থ সহায়তা প্রদান করেন। এ থেকে অর্থ সংগ্রহ হয় ১,০৫,৭৩৬ টাকা।
সংগ্রহ করা অর্থ থেকে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হসপিটালের বার্ন অ্যান্ড প্লাাস্টিক সার্জারি ইউনিটের ৮ জন গরীব অগ্নিদগ্ধদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সর্বমোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক এবং সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের মহাসচিব মোস্তাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এ.বি.এম জামাল।
উল্লেখ্য, সামাজিক সংগঠন ‘স্বপ্ন’-এর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের বেশকিছু শিক্ষার্থী তরুন জড়িত রয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ২২-০২-১৫