ইকো চ্যানেলের পরিচালক মরহুম তারিক উদ্দিন আকতার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ জেলা কেবল অপারেটর এ্যাসোসিয়েশনের (কোয়াব) সাবেক সভাপতি ও ইকো চ্যানেলের পরিচালক মরহুম তারিক উদ্দিন আকতার এর মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনায় মেসার্স ইকো চ্যানেল নেটওয়ার্কের উদ্যোগে শুক্রবার মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় স্বপ্নীল কমিউনিটি সেন্টারে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুল বাশিরসহ স্থানীয় মাওলানাগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীগণ। মেসার্স ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক জামাল আবু নাসের পলেন, তাজ মোঃ আসফাক, মাইনুল হাসান ডিউক, মোতাহার হোসেন বুলু, আকতার হোসেন, সাইদুল ইসলাম ছোট এবং উপজেলা নেটওয়ার্ক অফিসের মাসুম বাবুল বাঙ্গালী, টিটো, মান্নান, ধুলু, রাজশাহীর কচি ও সাদি, তানোরের মিজানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন মিলাদ ও দোয়া মাহফিলে। শেষে দোয়া পরিচালনা করেন পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন। উল্লেখ্য, গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা থেকে মটরসাইকেলযোগে আসার সময় আতাহার নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাওয়া একটি ভুটভুটির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মারাত্মতভাবে আহত হন তিনি। চিকিৎসাধিন অবস্থায় রাত ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ২ টায় শহরের মৃধাপাড়া গোরস্থানে মরহুমের নামাযে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০১-১৫
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০১-১৫