শিবগঞ্জে আ’লীগ নেতার বাড়ি থেকে ককটেল উদ্ধার
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম ককটেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধোবড়া বাজার পার্শ্ববর্তী মৃত তালেব মাষ্টারের ছেলে ইউসুফ আলীর বাড়িতে সোমবার দিবাগত ভোর রাতে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ইউসুফের বাড়িতে অভিযান চালিয়ে কাপড়ের ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা ৪টি তাজা ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, ককটেলগুলো কেউ বাইরে থেকে নিক্ষেপ করেছে অথবা বাড়ির মধ্যেই রাখা ছিল।
তিনি জানান, ককটেল উদ্ধারের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। শাহবাজপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে ককটেলগুলো সম্ভাবত দূর্বৃত্তরা বাইরে থেকে নিক্ষেপ করেছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সংবাদদাতা/ ২৭-০১-১৫