ভোলাহাটে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি তৈরীর দায়ে স্কুল ছাত্র গ্রেফতার

ভোলাহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি তৈরী করে বাজারজাত করায় ভোলাহাট থানা পুলিশ মঙ্গলবার রাতে এক স্কুল ছাত্রকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া ওই ছাত্রের নাম নুরুজ্জামান মিলন(২২)। ভোলাহাটের ইমামনগর ( আহম্মদপুর) গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত এক মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিকৃত (অশ্লীল) স্থিরচিত্র তৈরী করে মোবাইলে মোবাইলে বাজারজাত করে আসছিলো। এমন খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজহরুল ইসলাম, এসআই শিশির কুমার চক্রবর্তীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে ইমামনগর বাজারস্থ তার কম্পিউটারের দোকান থেকে গ্রেফতার করে। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মো: রফিক। পরে পুলিশ মিলনের ব্যবহৃত কম্পিউটারসহ অন্যন্য যন্ত্রাংশ জব্দ করে। পুলিশ জানায়, মিলন ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে ভোলাহাট থানায় মামলা হয়েছে।
মিলন রামেশ্ব পাইলট ইন্সটিটিউটেশনের ৮ম শ্রেনীর ছাত্র।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-০১-১৫