দূরারোগ্যব্যাধিতে আক্রান্ত ৯জনকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর ও এনজিও সমূহ র‌্যালি, আলোচনা, চেক ও পুরস্কার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার স্বরূপনগরে সরকারি শিশু পরিবার চত্বরে শেষ হয়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুল ইসলাম, আলহাজ্ব শামসুল হক, খাবির উদ্দীন, তরিকুল ইসলাম টুকু। অনুষ্ঠানে জেলার ক্যান্সার, কিডনী ও লিভারসিরোসিস রোগে আক্রান্ত ৯ জন নারী ও পূরুষকে ৫০ হাজার টাকা করে সাড়ে ৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর বলেন, প্রতিবন্ধী, বয়স্ক, বিধবাসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে খাদ্য নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। তাদের জন্য ভাতার পরিমানও বৃদ্ধি করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০২-০১-১৫