তক্তিপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নন অনুষ্ঠিত

সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী “গঙ্গাস্নন  উৎসব” চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মার শাখা পাগলা নদীর তীরে তক্তিপুরে অনুষ্ঠিত হয়েছে। হাজারো হিন্দু ধর্মাবলম্বী এ গঙ্গাস্নন  উৎসবে যোগ দেয়। এখানে হিন্দু ধর্মাবলম্বীরা পাপমোচন ও পূণ্য লাভের আশায় চন্দ্রের মাক্রি সপ্তমী তিথিতে গঙ্গা¯œাানে আসেন। সোমবার সূর্য উঠার সময় তারা গঙ্গাস্নন  উৎসব পালন করেন। এ উপলক্ষে পাশের তক্তিপুর মাঠে বসেছে হরেক রকম পন্যর মেলা।
গঙ্গাস্ননকে ঘিরে নদীতের মন্ডপে পূজা অচর্নার পাশাপাশি আয়োজন করা হয় কীর্তন অনুষ্ঠানের।
গঙ্গাস্ননে চাঁপাইনবাবগঞ্জের বাইরে বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রচুর হিন্দু ধর্মালম্বিরা আসলেও এবার এর সংখ্যা অনেক কম। তক্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার ত্রিবেদী জানান, বর্তমানে টানা হরতাল অবরোধের কারণে এবারের উৎসবে দূর-দূরান্ত থেকে অনেক ধর্মালম্বী উপস্থিত হতে পারেনি।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ২৬-০১-১৫

,