জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচী সমাপ্ত

চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে জেলা পর্যায়ে অনুর্ধ্ব ১৬ বছর ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচী (বক্সিং) ২০১৩-১৪ এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান জেলা ব্যায়ামাগারে অনুষ্ঠিত হয়। দু’সপ্তাহব্যাপি প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষনার্থী অংশ নেয়। এতে প্রধান কোচ হিসাবে প্রশিক্ষণ দেন জাতীয় ক্রীড়া পরিষদ ঢাকার প্রধান কোচ এস.এম. আতিয়ার রহমান। তাকে সহযোগিতা করেন স্থানীয় কোচ রাজু আহম্মেদ। ৭ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল হান্নান। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তোফা, যুগ্ম সম্পাদক আজমাল হোসেন, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, নির্বাহী সদস্য হুমায়ন কবির লুকু, শেখ আহসান হাবিব মিন্টু, বক্সিং কমিটির সম্পাদক আব্দুল হান্নান রজু, মুহিত কুমার দাঁ, আশরাফ হোসেন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০১-১৫