কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী ॥ গুণী শিক্ষকের সম্মননা পেলেন আব্দুল হান্নান

র‌্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষককে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে কালের কণ্ঠের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে চাঁপাইনবাবগঞ্জের গুণী শিক্ষক আব্দুল হান্নানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সম্মাননা প্রাপ্ত গুণী শিক্ষক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আব্দুল হান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শফিকুল আলম, তরুন সংগঠক এ্যাড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, কালের কণ্ঠের চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শহীদুল হুদা অলক।
অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, সমাজ সেবক নইমুল বারী, সাবেক পৌর কমিশনার খাবির উদ্দীন, গম্ভীরা নানা মাহবুবুল আলম, সাংবাদিক এমরান ফারুক মাসুম, আজিজুর রহমান শিশির, মনিরুল ইসলাম বাদল, আমিনুল ইসলাম, রফিকুল আলম, রবিউল হাসান ডলার, এম আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম রঞ্জু, এম এ মাহবুব, মেহেদী হাসান, আব্দুর রব নাহিদ, আসাদুল্লাহ, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, খাইরুল ইসলাম, বাবু সুবাস পান্ডে, দানেশ আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান।
বক্তারা কালের কণ্ঠের পথচলার বিভিন্ন তুলে ধরেন এবং মহান স্বাধীনতার মূল্যবোধ নিয়ে মানুষের কল্যাণে কাজ করাসহ  সত্য প্রকাশে সাহসী ভুমিকার প্রশংসা করেন।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০১-১৫