জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান চতুর্থ বর্ষের ফলাফল প্রকাশ > সরকারি কলেজ শীর্ষে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান চতুর্থ বর্ষ ২০১২ শিক্ষাবর্ষের   পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নবাবগঞ্জ সরকারি কলেজের ১২টি বিভাগের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে হিসাব বিজ্ঞান বিভাগ।এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে হিসাববিজ্ঞান বিভাগ ১ম বিভাগ পেয়েছে ১০, ২য় বিভাগ-৯৯, ৩য় বিভাগ-৭, ফেল করেছে ৩, ব্যবস্থাপনা বিভাগে  ১ম বিভাগ পেয়েছে ৩, ২য় বিভাগ-৮০, ৩য় বিভাগ-১৬, ফেল করেছে ৭ গণিত বিভাগে  ১ম বিভাগ পয়েছে ৩, ২য় বিভাগ-১৩, ৩য় বিভাগ-১, ফেল করেছে ৫ রাষ্ট্রবিজ্ঞান বিভগে কোন প্রথম বিভাগ পায়নি, ২য় বিভাগ-১১৮, ৩য় বিভাগ-১, ফেল করেছে ১, বাংলা বিভাগে প্রথম বারের মত ১ম বিভাগ পেয়েছে ১ জন, ২য় বিভাগ-৭৯, ৩য় বিভাগ-৭, ফেল করেছে ১ ইতিহাস বিভাগে ১ম বিভাগ পায়নি , ২য় বিভাগ-৪৯, ৩য় বিভাগ-৫, ফেল করেছে ২ ইংরেজি বিভাগে  ১ম বিভাগ পাযনি , ২য় বিভাগ-৩০, ৩য় বিভাগ-৮, ফেল করেছে ৩ অর্থনীতি বিভাগে ১ম বিভাগ ০, ২য় বিভাগ-৩২, ৩য় বিভাগ-১৩, ফেল-২ ইসলামের ইতিহাস ১ম বিভাগ-০ ২য় বিভাগ-৫৬, ৩য় বিভাগ-১, ফেল-০দর্শনবিভাগে ১ম বিভাগ-০, ২য় বিভাগ-৬৮, ৩য় বিভাগ-৭, কেউ ফেল করেনি। প্রাণীবিজ্ঞান বিভাগে  ১ম বিভাগ পেয়েছে ৬, ২য় বিভাগ-৩৫, ৩য় বিভাগ-২, ফেল-০ উদ্ভিদবিজ্ঞান বিভাগ ১ম বিভাগ-৮, ২য় বিভাগ-৬১, ৩য় বিভাগ-৩, ফেল করেছে -২জন । ১২টি বিভাগের রেজাল্ট এ শিক্ষক,শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, উপাধ্যক্ষ  প্রফেসর ইব্রাহিম হোসেন, অন্য দিকে হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর আবুল কাসেম সরকার , সহযোগী অধ্যাপক রবিউল ইসলাম তার বিভাগের শিক্ষার্থীদের কলেজের মধ্যে ১ম স্থান অর্জন করায় অভিনন্দন জানিয়েছেন, বাংলা বিভাগের প্রফেসর য.মাযহারুল ইসলাম তরু তার বিভাগে প্রথমবারের মত ১জন ১ম শ্রেণী অজর্ন সহ অন্যান্য শিক্ষার্থদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক সুজিত নারায়ন কোঙর,উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক দাউদ হোসেন,  সহ সকল বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ মেহেদি হাসান, নিজস্ব প্রতিবেদক/ ১৪-০১-১৫