নাচোল পৌরসভার সচিব লাঞ্চিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাসষ্ট্যান্ডে রাস্তার পার্শ্ববর্তী বাজার উচ্ছেদ অভিযানে গিয়ে পৌরসভার সচিব মোবারক হোসেন লাঞ্চিত হয়েছেন। গতকাল সোমবার সকালে বাসষ্ট্যান্ড মোড়ে রাস্তার পাশে কাঁচা ও মাছের বাজার উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয়রা পুলিশের সামনে পৌর সভার সচিব মোবারক হোসেনকে লাঞ্চিত করে। এসময় পৌর কাউন্সিলর ও পৌর কর্মচারীরা দ্রুত সচিবকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। উল্লে¬খ্য, পৌর এলাকার মধ্য বাজারে সম্প্রতি মাছ ব্যাবসায়ীরা ওজনে মাছ কম দেওয়াকে কেন্দ্র করে এবং স্থানীয় আড়ৎদারদের সাথে মাছ ব্যবসায়ীদের হট্টোগোল দেখা দিলে মাছ ব্যাবসায়ীসহ কাঁচা বাজারের কিছু ব্যবসায়ী পৌর এলাকার বাসষ্ট্যান্ড মোড়ে জেলা পরিষদের রাস্তার পাশে ও মাওলানা আব্দুল মান্নানের নিজস্ব জায়গায় বাজার বসায়। এর ফলে দৈনিক হাট-বাজার ইজারাদাররা পড়ে মহা সংকটে। অপরদিকে যানচলাচল ও জনসাধারণের চলাফেরারও সমস্যার সৃষ্টি হয়। প্রেক্ষিতে বিষয়টি ইজারাদাররা পৌর মেয়রকে অবহিত করলে পৌর মেয়র ব্যবসায়ীদের মাইকিং করে ২৪ ঘন্টার মধ্যে পুর্বের স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। পৌর মেয়রের আদেশ অমান্য করে ব্যবসায়ীরা বাসষ্ট্যান্ড মোড়ে পূবের ন্যায় ব্যবসা করতে থাকলে পৌর সচিব সোমবার পুলিশ নিয়ে উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয়রা তাকে লাঞ্চিত করে। এব্যাপারে পৌর সচিব মোবারক হোসেনের সাথে যোগাযোগ করে হলে তিনি বলেন, ঘটনার বিষয়ে আলোচনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০১-১৫

,