বরই বাগানের মধ্যে ফেন্সিডিল

শিবগঞ্জের সীমান্ত এলাকা ভারতের নরসিমা ইংলিস নামক স্থান হতে বিজিবি’র একটি টহলদল অভিযান চালিয়ে ১৬৩ বোতল ফেন্সিডিলসহ একজনকে করেছে। শিয়ালমারা ও কামালপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে কামালপুর বিওপি কোম্পানী কমান্ডার হাবিলদার মাহবুবুর রহমানের নেতৃত্বে সঙ্গিয় ফোর্স শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ভারতের নরসিমা ইংলিস নামক স্থান থেকে একটি বরই বাগানের ভিতরে একই উপজেলার শিয়ালমারা গ্রামের জামিরুল ইসলামের ছেলে বাবুল আক্তার (২০)কে ১৬৩ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী বাবুলকে পরের দিন শিবগঞ্জ থানার মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেছে জানান ৪৩ বিজিবি ব্যাটালিয়নের এডি সাইফুল ইসলাম।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৬-০১-১৫