চলছে বিএনপি’র ডাকা ৩৬ ঘন্টার নিরুত্তাপ হরতাল

চাঁপাইনবাবগঞ্জে রবিবার সকাল থেকে জেলাজুড়ে নিরুত্তাপভাবে চলছে বিএনপি’র ডাকা টানা ৩৬ ঘন্টার হরতাল। শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় শ্যামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মতিউর রহমানকে হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে এই হরতালের ডাক দেয় বিএনপি। এদিকে, একই ঘটনার প্রতিবাদে রাজশাহী বিভাগে ৩৬ ঘন্টার হরতাল আহবান করে ২০ দল।
প্রচন্ড কুয়াশা ও মেঘাছন্ন আবহওয়ার মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে শহরের বড়ইন্দারা মোড় থেকে হরতালের সমর্থনে মিছিল করে শিবির কর্মীরা। মিছিলটি শান্তিমোড়ে ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শান্তিমোড়ে শেষ হয়। এখানে শিবির কর্মীরা রাস্তায় ইট ভেঙ্গে বিক্ষোভ প্রদর্শন করে। তবে বিএনপি’র কাউকে শহরে পিকেটিং করতে দেখা যায়নি।
বিএনপি সুত্র জানিয়েছে, হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা শহরতলীর নামোশংকরবাটি নতুনহাটে মিছিল ও সমাবেশ করেছে।
হরতালে শহরের প্রধান প্রধান মার্কেটগুলি বন্ধ রয়েছে। ট্রেন চলাচল করেছে স্বাভাবিক।
এর বাইরে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ জাকির হোসেন পিংকু, নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৫