উদয়ন মোড়ে ককটেল বিষ্ফোরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনায় সমঝোতা

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে বৃহস্পতিবার বিবদমান দুটি গ্রুপের মধ্যে ব্যাপক ককটেল বিষ্ফোরণ ও দোকান ভাঙ্গচুরের ঘটনার একদিন পর শুক্রবার বিকেলে উভয় গ্রুপের মধ্যে শালিসী সমঝোতা হয়েছে। সংসদ সদস্য আব্দুল ওদুদের পাঠানপাড়াস্থ রাজনৈতিক কার্যালয়ে এই সমঝোতা হয়।
সূত্র জানায়, শহরের উসকাঠি পাড়া ও আলীনগর এলাকার দুটি গ্রুপের মধ্যে পুর্ব শত্রতার জের ধরে বৃহস্পতিবার বিকেলে উদয়ন মোড় ও রেল ষ্টেশন এলাকায় প্রায় ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করা হয়। এ সময় উদয়ন মোড়ের কয়েকটি দোকানও ভাঙ্গচুর করা হয়। বৃহস্পতিবারের সন্ত্রাসী ঘটনার একদিন পর উভয় পক্ষকে নিয়ে শুক্রবার বিকেলে এক শালিসী সভায় এই সমঝোতা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৯-০১-১৫