সরস্বতি পূজায় সরকারি কলেজে নানান আয়োজন

শুক্লাপক্ষের শ্রীপঞ্চমীর পূর্ণতিথিতে নবাবগঞ্জ সরকারি কলেজের বটমূলে গতকাল রবিবার সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্য দিয়ে সরস্বতি পূজা উদযাপিত হয়েছে।


সরস্বতি পুজা উপলক্ষে দিনের শুরুতে পূজা অর্চণা, পুস্পাঞ্জলি অর্পণ, প্রসাদ বিতরণ, ভঞ্জনগীতি পাঠ করা হয়।

বিকেলে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতী।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহিত কুমার দাঁ, মনিম-উদ-দৌলা চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহ আলম, কলেজের উপধ্যক্ষ প্রফেসর ইব্রাহিম হোসেন, প্রফেসর সুজিত নারায়ন কোঙর,  প্রফেসর দাউদ হোসেন, ড. মাযহারুল ইসলাম তরু, ড. শংকর কুমার কুন্ডু, অধ্যাপক সুশান্ত রায় চৌধুরী, অধ্যাপক অরুপ রতন কুন্ডু।


পূজা উপলক্ষে সরকারি কলেজকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। কলেজের মূল ফটক থেকে ভবন আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০১-১৫